মালয়েশিয়া বর্তমানে শুধুমাত্র এশিয়ার মধ্যেই নয়, বরং সারাবিশ্বে একটি উন্নত দেশ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে । শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সর্বক্ষেত্রে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। আর তাই বিশ্ববাসীর নজর এখন এশিয়ার এই দেশটির দিকে। শিক্ষা ক্ষেত্রে মালয়েশিয়া সাম্প্রতিক বছর গুলোতে করেছে অভূতপূর্ব উন্নতি। সারা মালয়েশিয়াজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য উন্নত মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা বিশেষত দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে।বাংলাদেশ থেকেও প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী মালয়েশিয়ায় পড়তে যাচ্ছে।
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ব্যবস্থা ৪টি পর্যায়ে বিন্যস্ত । এগুলো হচ্ছে
১। ডিপ্লোমা কোর্স- ২ থেকে ৩ বৎসর মেয়াদী
২। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স- ৩ থেকে ৫ বৎসর মেয়াদী
৩। পোস্টগ্র্যাজুয়েট কোর্স- ১ থেকে ২ বৎসর মেয়াদী
৪। ডক্টরাল (PhD) কোর্স- ৩-৫ বৎসরমেয়াদী
এখান কার উচ্চ শিক্ষা ব্যবস্থা সেমিষ্টার ভিত্তিক । প্রতি শিক্ষাবর্ষ ৩ টি সেমিষ্টারে বিভক্ত। যথা:
১। ১ম সেমিষ্টার : জানুয়ারী-এপ্রিল
২। ২য় সেমিষ্টার: মে-আগষ্ট
৩। ৩য় সেমিষ্টার: সেপ্টেম্বর-ডিসেম্বর
১। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ন্যূনতম ১২ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা
২। পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ন্যূনতম ১৬ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রীধারী
৩। ডিপ্লোমা কোর্সের জন্য নূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
৪। ডক্টরাল (PhD) কোর্সের জন্য পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রী এবং ব্যাপক গবেষণালব্ধ অভিজ্ঞতা।
মালয়েশিয়ায় আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনার জন্য বিদেশী শিক্ষার্থীদের ইংরেজী ভাষার নিম্নোক্ত যেকোন একটি যোগ্যতা থাকতে হবে।
১। TOEFL CBT SCORE 173 to 250
২। TOEFL IBT SCORE 61 to 100
৩। IELTS (academic) 6.0 to 7.0
মালয়েশিয়ার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অসংখ্য বিষয়ে পাঠদান করা হয় নিচে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য আদর্শ বিষয় গুলো উল্লেখ করা হলো:
১। বিজনেস ম্যানেজমেন্ট
২। ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি
৩। মেডিসিন
৪। ভেটেরেনারী মেডিসিন
৫। মর্ডার্ন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন
৬। ফার্মাসিউটিক্যাল সায়েন্স
৭। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
৮। চার্টার্ড একাউন্টেন্সি
৯। হেলথ সায়েন্সেস
১০। ইঞ্জিনিয়ারিং
১১। এগ্রিকালচার
১২। ফরেস্ট্রি
১৩। ইসলামিক ষ্টাডিজ
১৪। সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ
১৫। এনভায়রোনমেন্টাল সায়েন্স
১৬। ডিজাইন এন্ড আর্কিটেকচার
১। University Technology Malaysia
২। University Tun Hussein Onn Malaysia
৩। University Utara Malaysia
৪। University of Malaya
৫। University Technical Malaysia Melaka
৬। University Sains Islam Malaysia
৭। Tunku Abdul Rahman University
৮। UCSL University
৯। University of Kualalumpur
১০। Malaysia Theological University
১১। Panang Medical College
১২। Wawsan Open University
১৩। University Technology Petronas
১৪। Swinburne University of Technology Sarawak Campus
১৫। Al-Madinah International University
১। আগ্রহী বিদেশী শিক্ষার্থীকে সর্বপ্রথম ইন্টারনেট থেকে তার পছন্দের বিশ্ববিদ্যালয়গু্লোর একটি তালিকা প্রস্তুত করতে হবে। অত:পর তাকে জানতে হবে তিনি যে বিভাগে ভর্তি হতে চান নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সেবিভাগে ভর্তির আবেদনের শেষ সময় সীমা কবে নাগাদ বিদ্যমান।
২। প্রতিষ্ঠানটির ভর্তি অফিস বরাবর ভর্তি তথ্য এবং আবেদন ফর্মের জন্য সরাসরি লিখতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন ফর্ম ডাউন লোড করে নেয়া যেতে পারে।
৪। কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইন আবেদন প্রক্রিয়া চালু আছে।
৫। ভর্তি অফিস থেকে আপনাকে আবেদন পত্র, ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় কাগজ পত্র সংক্রান্ত সব তথ্য জানাবে।
৬। আপনাকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে “student pass” এর জন্য আবেদন করতে হবে।
৭। আপনার পক্ষে আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স এর “পরিচালক, পাস ও পারমিট বিভাগ” বরাবর আবেদন করবে।
৮। আবেদনের ১ মাসের ভেতর ইমিগ্রেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে।
৯। প্রয়োজনীয় সব কাগজপত্র এবং তথ্যাবলী সংগ্রহের জন্য আপনাকে কমপক্ষে ৬ মাস সময় হাতে রেখে প্রস্ততি শুরু করতে হবে।
১০। আবেদন পত্র প্রক্রিয়া করন, “Student pass” অনুমোদন এবং ভিসা ইস্যু ইত্যাদি সবকিছু মালয়েশিয়া থেকে সম্পন্ন করা হয়।
১। মালয়েশিয়ার কোন সরকারি বা বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোন কোর্সে ভর্তির অনুমতি থাকতে হবে। অবশ্যই ইংরেজি বিষটি কোর্সে অন্তর্ভুক্ত থাকতে হবে।
২। পড়াশোনা, থাকা-খাওয়া এবং ভ্রমণ ব্যয় নির্বাহের আর্থিক সঙ্গতি থাকতে হবে।
৩। কেবলমাত্র পড়াশোনার জন্য এ ভিসা দেয়া হবে।
৪। সুস্বাস্থ্য ও সচ্চরিত্রের অধিকারী হতে হবে।
মালয়েশিয়ার ভাষা শেখার জন্য সহায়ক হতে পারে http://www.bahasa-malaysia-simple-fun.com সাইটটি ।
১। মালয়েশিয়ান পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে টিউশন ফি ৮৮২১ মার্কিন ডলার থেকে ১৭৬৪২ ডলার (সর্বমোট)
২। মাষ্টার্স পর্যায়ে খরচ পড়বে ৫৫৮৬ মার্কিন ডলার থেকে ১০২৯১মার্কিন ডলার (সর্বমোট)
৩। ডক্টরেট ডিগ্রীর গবেষনার জন্য খরচ পড়বে ৮৮২১ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার।
১। যথাযথ ভাবে পূরণকৃত আবেদন পত্র:
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের (এবংমার্কশীটের) ইংরেজিট্রান্সক্রিপ্ট
৩। স্কুল/কলেজ ত্যাগের ছাড়পত্র
৪। TOEFL অথবা IELTS টেস্টের রেজাল্ট শীট
৫। পাসপোর্টের ফটোকপি
৬। আবেদন ফি পরিশোধের প্রমান পত্র
৭। Security/Personal bond ফি পরিশোধের প্রমাণ পত্র
৮। Student pass এর ভিসা ফি পরিশোধের প্রমাণপত্র।
মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রীর জীবন যাত্রার বাৎসরিক ব্যয় ২৭০০ থেকে ৩০০০ মার্কিন ডলার।
মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের অবশ্যই পর্যাপ্তস্বাস্থ্য ও ভ্রমন বীমা থাকতে হবে।প্রতি সেমিষ্টারে বীমা খরচ ৩০ মার্কিন ডলার।
মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রী তাদের পূর্ণকালীন (Full Time) শিক্ষা শুরু করার পর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। একজন শিক্ষার্থী সেমিষ্টার পরবর্তী ছুটিতে অথবা ৭ দিনের অতিরিক্ত মেয়াদের কোন ছুটিতে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার অনুমতি পেয়ে থাকেন। ক্যাম্পাসে কাজ করে যে উপার্জন করা সম্ভব তা দিয়ে টিউশন ফি বা জীবন যাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। কাজ করতে আগ্রহী একজন শিক্ষার্থীর অবশ্যই “student pass” থাকতে হবে।
মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীরা রেস্টুরেন্ট, পেট্রোলপাম্প, মিনিমার্কেট ও হোটেল গুলোতে কাজ করতে পারেন। এসব কাজ থেকে মাসিক ৩০০ থেকে ৭৫০ মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করা সম্ভব।
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার্থে “student pass” এর জন্য ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রক্রিয়ায় আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে।তবে ভিসা ইস্যু করা হবে মালয়েশিয়া থেকে।
শিক্ষার্থীর সাথে পরিবারের সদস্যদের অবস্থান
ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অনুমোদন নিয়ে পুরো কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীর বাবা-মা মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন। আর পোস্টগ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী, সন্তানরা ও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন।
ডিহাইড্রেশন এবং সানবার্ণ
বিষুবরেখার একেবারে কাছাকাছি ২০ থেকে ৭০ উত্তর অক্ষাংশের মধ্যে দেশটির অবস্থান। সারা বছর ধরে প্রখর সূর্যকির দেশটির অন্যতম বৈশিষ্ট্য। ঘামের কারণে পানি শূন্যতা, লবণের ঘাটতি এবং সানবার্ণের ঝুঁকিতে থাকেন অনভ্যস্ত ভ্রমণ কারীরা। প্রচুর পানি পান করতে হবে, লবণের ঘাটতি পূরণের জন্য স্যালাইন জাতীয় পানীয় পান করতে হবে। এ অবস্থায় অ্যালকোহল জাতীয় পানীয় আরও ক্ষতিকর। আর সর্বোপরি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় উপযোগী পোশাক সাথে নিতে হবে।
মাদক
মালয়েশিয়ায় মাদক সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। মাদক পরিবহন, উৎপাদন, আমদানী, রপ্তানী এসব ক্ষেত্রে মৃত্যুদন্ড নিশ্চিত। ১৫ গ্রামের বেশি হেরোইন, ৩০ গ্রামের বেশি মরফিন বা কোকেন, ৫০০ গ্রামের বেশি গাঁজা, ২০০ গ্রামের বেশি গাঁজা নির্যাস, ১ কেজি ২০০ গ্রামের বেশি আফিম কারো অধিকারে থাকলে তা দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট।
এছা্ড়া মাদকের অবৈধ ব্যবহারে সর্বোচ্চ দশ বছরের কারাভোগ করতে হতে পারে, উচ্চ অংকের জরিমানা হতে পারে কিংবা উভয় শাস্তি হতে পারে। কারো কাছে মাদক না পাওয়া গেলেও যদি মাদক ব্যবহারের আলামত পাওয়া যায় তবে শাস্তি ভোগ করতে হবে। এ অবস্থা য়মাদক মালয়েশিয়ার বাইরে ব্যবহৃত হয়েছে এটা প্রমাণ করেও লাভ হবেনা।
কেনাকাটা
মালয়েশিয়ায় কেনা প্রতিটিপণ্যে ৩০% শুল্কদিতেহয়।
ট্যাক্সি
সম্প্রতি ট্যাক্সি ক্যাবের ভাড়া পুননির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ায় এবং মিটার ছাড়া চুক্তিতে ট্যাক্সি চালানো নিষিদ্ধ। কিন্তু সেখান অসাধু ট্যাক্সিড্রাইভারের সংখ্যা একেবারে কম নয়। মালয়েশিয়ায় নতুন, এটা বুঝতে পারলে অনেক ট্যাক্সি ড্রাইভার ঘুর পথে গন্তব্যে যায় বেশি বিল তোলার জন্য। আবার সেখানে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন ট্যাক্সি রয়েছে যা ছদ্মবেশী ছিনতাইকারীরা চালায়।
ধর্মীয় স্থাপনা পরিদর্শন
মালয়েশিয়ার ধর্মীয় স্থাপনা যেমন মসজিদ বা মন্দিরে প্রবেশের সময় জুতা খোলার রেওয়াজ আছে। কিছু মসজিদে প্রবেশের সময় নারীদের আল খেল্লা জাতীয় পোশাক এবং স্কার্ফ দেয়া হয়। এসব জায়গায় ছবি তোলায় বিধিনিষেধ নেই, তবে ছবি তোলার আগে অনুমতি নেয়া ভালো।
হাত মেলানো
মালয়েশিয়ায় নারী-পুরুষ উভয়ের মাঝেই হাত মেলানোর রীতি আছে। তবে মুসলিম নারীদের মাঝে এক্ষেত্রে অনীহা থাকতে পারে। কাজেই হাত মেলানোর ক্ষেত্রে নারীদের দিকে থেকে হাত বাড়ানোর জন্য অপেক্ষা করা উচিত। সামাজিক ভাবে সালাম আদান প্রদান হাত মেলানোর মতই বিবেচিত হয়।
মালয়েশীয় বাড়িতে বেড়ানো
কারো বাড়ি যাওয়ার আগে ফোন করা ভদ্রতা বলে বিবেচিত হয়। অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে। সাধারণত পানীয় পরিবেশন করা হয়, যা গ্রহণ করাটা ভদ্রতা বলে বিবেচিত হয়।
মশা
সারা বছর ধরে আর্দ্র আবহাওয়া থাকার কারণে মশার উৎপাত ও আছে দেশটিতে। মশা বাহিত বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুজ্বর, জাপানী বি এন কে ফালাইটিস ইত্যাদি রোগের ঝুঁকি এড়াতে শরীরে এবং পোশাকে মশা নিবারক ব্যবহার করা উচিত। মালয়েশীয় উপদ্বীপে ম্যালেরিয়ার ঝুঁকি খুব কম। কুয়ালালামপুর এবং অন্যান্য বড় শহর গুলিতেও ঝুঁকি খুব কম। কিন্তু পূর্বমালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় ভ্রমণ কারীদের।
খাবার
খাদ্যের মান বিবেচনায় বলতে হয় পুরো মালয়েশিয়াতেই খাবারের মান বেশ ভালো। তবু খাবার ও পানীয় কেনার সময় মানের দিক টিতে নিশ্চিত হওয়ার চেষ্টা করা উচিত। বোতলজাত পানি ও কার্বনেটেড পানীয় পান করার চেষ্টা করতে হবে। ট্যাপ, ঝরনার পানি বাকি উববরফ এড়িয়ে চলতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ফিল্টার সাথে রাখা যেতে পারে। এছাড়া ডায়রিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও এন্টিবায়োটিক সাথে রাখা ভালো।