Canadian Immigration

পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী দেশগুলোর একটি কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- সেরা শিক্ষা, একটি স্থিতিশীল অর্থনীতি, নিরাপত্তা, সমতা এবং বিশ্বের সবচেয়ে অভিবাসী-বান্ধব জাতি। কানাডায় বসবাস, কাজ ও স্থায়ী নাগরিকত্বের জন্য 60 টিরও বেশি ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করা যায়।

প্রফেশনালদের জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফেডারেল ও কুইবেক স্কিল্ড প্রোগ্রাম, প্রভিন্সশনাল নমিনি প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম। এছাড়া রয়েছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ প্রোগ্রামস। কানাডায় সর্বাধিক সংখ্যক আবেদনকারীএফএসডব্লিউ অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদন করছে।

কানাডার ১১টি প্রদেশে অভিবাসনের সুযোগ দেওয়া হচ্ছে প্রচলিত বিভিন্ন প্রোগ্রামের আওতায়। এগুলোর ভেতর আবেদনকারীদের পছন্দের শীর্ষে রয়েছে এফএসডাব্লিই (FSW) ও এক্সপ্রেস এন্ট্রি (Express Entry) ও বিভিন্ন প্রভিনশিয়াল নামিনেশন প্রোগ্রাম (PNP)। অন্যান্য ভিসা প্রোগ্রামের তুলনায় শর্তাবলী তুলনামূলক সহজ হওয়ায় বিপুল সংখ্যক লোকজন রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম (RNIP) ও আটলান্টিক ইমিগ্রেশন পাইলট (AIP) প্রোগ্রামে আবেদন করছে। এছাড়া ফ্যামিলি স্পন্সরশিপ ও সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতেও দেশটিতে অভিবাসনের সুযোগ নেওয়া যাচ্ছে।

উত্তর আমেরিকায় অবস্থিত দেশটি ৩৮ দশমিক ১৭ শতাংশ ফরেস্ট এলাকা সমৃদ্ধ পৃথিবীর অন্যতম সুন্দর রাষ্ট। আন্তর্জাতিক ভ্রমণ সুবিধায় কানাডার একজন স্থায়ী নাগরিক পৃথিবীর ১৭০টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। কানাডার নাগরিকরা সবাই সরকারি হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকেন। কানাডা সরকার অভিবাসীদের পরিবারকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। এখানে অভিবাসীর পিতা-মাতার জন্য ১০ বছর মেয়াদি সুপার ভিসা দেয়া হয়। 

বায়োঃবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও বিশেষ প্রণোদনা পেয়ে থাকেন। কানাডার নাগরিকদের গড় আয়ু ৮১ বছর। দেশটিতে বেকারত্বের হার মাত্র ৫-৬ শতাংশ যা পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এখানে অপরাধ প্রবণতা নেই বললেই চলে এবং এটি শতভাগ দুর্নীতিমুক্ত দেশ।

অভিবাসীদের জন্য সুসংবাদ হচ্ছে সাধারণত গড়ে ঘন্টায় ২৬ দশমিক ৮৩ কানাডিয়ান ডলার উপার্জন করা যায় দেশটিতে। যারা নতুন ব্যবসা করতে চাইবেন তাদের জন্য রয়েছে বিনা জামানতে অন্তত ২ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলার ঋণের ব্যবস্থা। এছাড়া নতুন অভিবাসী হিসেবে পরবর্তীতে চাকরি পেতে অসুবিধা হলে বা অসুস্থতার কারণে কাজ না করতে পারলে সরকার নানা রকম আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। মাসে ৫৮ হাজার ৬০০টি নতুন চাকরির সুযোগ তৈরি হয় দেশটিতে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় এখানে নাগরিকদের সন্তানেরা ১৮ বছর বয়স পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেও দেখা গেছে যে স্থায়ী নাগরিকদের টিউশন ফি তুলনামূলকভাবে বেশ কম। দেশটিতে আনুমানিক ৯৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ওয়ার্ল্ড র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কানাডার টপ লিস্টেড বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৭টি। শিক্ষার মান, খরচ, পড়াশোনাকালে কাজের সুযোগ, নিরাপত্তা, স্থায়ী হওয়ার সুযোগ ইত্যাদি কারণে সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের কাছে কানাডা সবসময়ই সবার পছন্দের শীর্ষে। প্রতিবছর প্রায় ১ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রী এই দেশে আসেন পড়াশোনা করতে।

7+ IELTS (GT) প্রিপারেশন কোর্স !!!
প্রফেশনাল বা ইমিগ্রেশন আবেদনকারীদের জন্য।

আপনি কি কানাডা, অস্ট্রেলিয়া, ইউ কে, বা নিউজিল্যান্ডে ইমিগ্রেশন বা প্রফেশনাল ভিসা আবেদনের জন্য IELTS (GT) পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবছেন? কিন্তু অতি ব্যাস্ততার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারছেন না, তাহলে নির্দ্বিধায় ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সটতে। আরো জানতে…

আবেদনকারীদের পছেন্দের শীর্ষ প্রচলিত প্রোগ্রাম গুলো আলোচনা করা হলো:

রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম (RNIP)

কানাডা সরকার ২০১৯ সালে রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (Rural and Northern Immigration Pilot Program) প্রোগ্রাম চালু করেছে। আইইএলটিএস 4.0, HSC পাশ ও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে, এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। কানাডার অন্যান্য ভিসা প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলক সহজ হওয়ায় এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত…


আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম (AIP)

কানাডায় যারা স্থায়ী হতে চান, তাদের জন্য চমৎকার একটি প্রোগ্রাম এটি। এই ইমিগ্রেশন ক্যাটাগরির আওতায় কানাডার ৪টি প্রদেশে আপনার পরিবারসহ স্থায়ী হবার সুযোগ রয়েছে। এ চারটি প্রদেশ হলোঃ নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডর, নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ বার্নসউইক। যেহেতু এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলকভাবে কিছুটা শিথিল, যারা প্রকৃতপক্ষে এই যোগ্যতা রাখেন, এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর আবেদন করার সুযোগ থাকছে।

আরো বিস্তারিত…


এক্সপ্রেস এন্ট্রি (Express Entry)

উচ্চ-দক্ষ কর্মীদের চাহিদা কানাডা জুড়ে অব্যাহত রয়েছে এবং তাই, ১ জানুয়ারী, ২০১৫, কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রি চালু করে। এটি একটি নতুন কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম যা নীচের প্রোগ্রামগুলির জন্য খুব দ্রুত কানাডার স্থায়ী বাসিন্দা (PR) ভিসার জন্য আবেদনের অনুমতি পান:

১) ফেডারাল দক্ষ কর্মী প্রোগ্রাম (FSWP);
২) ফেডারাল দক্ষ ট্রেডস প্রোগ্রাম (FSTP); এবং
৩) কানাডিয়ান অভিজ্ঞতা শ্রেণি (CEC) প্রোগ্রাম।

প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (পিএনপি) এক্সপ্রেস এন্ট্রি কানাডিয়ান ইমিগ্রেশন (Express Entry) সিস্টেম দ্বারা প্রভাবিত হয়। কানাডা জুড়ে যে সমস্ত প্রদেশ এবং অঞ্চলগুলি দক্ষ বিদেশী কর্মীদের সন্ধান করছে তারা এক্সপ্রেস এন্ট্রি প্রার্থীদের প্রোফাইল পর্যালোচনা করতে সক্ষম এবং কানাডিয়ান সরকারের জব ব্যাঙ্কের সাথে নিবন্ধন করে তাদের প্রাদেশিক মনোনীত কর্মসূচির জন্য (পিএনপি) দক্ষ বিদেশি কর্মীদের “মনোনীত” করতে পারে, যে সব আবেদনকারী তাদের নির্দিষ্ট প্রদেশ বা অঞ্চলটির জন্য প্রতিষ্ঠিত মানদণ্ডগুলি পূরণ করে।

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের প্রসেসিং টাইম আনুমানিক ৯ থেকে ১২ মাস। আইইএলটিএস স্কোর ৭.৫ এবং বয়স ৩০ এর নিচে ভালো হয়।

আরো বিস্তারিত…


Canada offers tremendous opportunities to foreigners who want to do business in Canada. Every year, thousands of ambitious businesspeople grace our shores and there is certainly no reason why you can not be among them.


 প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP)

নিম্নলিখিত প্রদেশ এবং অঞ্চলগুলি পিএনপির অন্তর্ভুক্ত:

Alberta

Manitoba

Newfoundland and Labrador

Ontario

Saskatchewan

British Columbia

New Brunswick

Nova Scotia

Prince Edward Island

ক্যুইবেক প্রদেশ পিএনপিতে অংশ নেয় না। তাদের পয়েন্ট সিস্টেমটি কানাডার অন্যান্য প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP) থেকে আলাদা।


আলবার্টা ইম্মিগ্রেশন

কানাডার সবচেয়ে সুন্দর, প্রাচীন প্রদেশগুলির মধ্যে একটি হ’ল আলবাটা! এর প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত, ক্যালগারি এর বৃহত্তম শহর, আপনি যদি কানাডিয়ান অভিবাসন নিয়ে পরিকল্পনা করেন এবং কানাডার স্থায়ী উচ্চমানের জীবনযাত্রার সাথে শান্ত জায়গায় থাকতে চান, আপনি আলবাটাকে বিবেচনা করতে পারেন অভিবাসন!


মেনিটোবা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম (MPNP)

যারা অতি দ্রুত কানাডায় যেতে ইচ্ছুক, তারা এখনই আবেদন করতে পারেন মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে। যাতে নুন্যতম ৫.৫ আইইএলটিএস হলেই হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। তাছাড়া টেক্সটাইল,এগ্রিকালচার, গার্মেন্টস, ম্যানুফেকচারিং, মার্চেনডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেন ইত্যাদি পেশায় যারা যুক্ত আছেন, তারা নুন্যতম আইইএলটিএস ৫ তুলতে পারলেই দ্য মডার্ন কমিউনিটি ড্রাইভেন ইমিগ্রেশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী হতে পারবেন। এটি মূলত মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট এলাকার জন্য নির্ধারিত প্রোগ্রাম। এছাড়া মেনিটোবা প্রভিন্স এক্সপ্লোরেটরি ট্রিপ/রিক্রুটমেন্ট মিশন প্রোগ্রামটিও চালু রয়েছে।


ব্রিটিশ কলাম্বিয়া প্রভিনশনাল প্রোগ্রাম (BCPP)

আইইএলটিএস এ ৫.৫ সহ ২ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কানাডার এই প্রদেশে বসবাসের আবেদন করতে পারবেন। এই প্রোগ্রাম চারটি ক্যাটাগরিতে বিভক্ত। এগুলো হলো :

১) এক্সপ্রেস এন্ট্রি বিসি-স্কিলড ওয়ার্কার,
২) ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এবং স্কিল ইমগ্রেশন,
৩) স্কিলড ওয়ার্কার,
৪) এন্ট্রি লেভেল সেমি স্কিলড।


সমৃদ্ধ সাসকাচেওয়ানে অভিবাসন (SINP)

সাসকাচেওয়ান (Saskatchewan) কানাডার সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ। এখানে কিছু বিশেষ পেশাজীবী চাইলেই অতি সহজে স্থায়ী নাগরিকত্ব নিতে পারেন। আপনি যদি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার বা অ্যানালিস্ট হন, অথবা এনজিও কর্মকর্তা/সোশ্যাল ওয়ার্কার/প্রজেক্ট ম্যানেজার বা কৃষি ব্যবস্থাপক/কৃষি কর্মকর্তা তাহলে এ প্রদেশে অভিবাসনের সুযোগ নিতে পারেন। এজন্য কেবল প্রয়োজন হবে ২ বছরের কাজের অভিজ্ঞতাসহ ন্যুনতম ৫.৫ আইইএলটিস স্কোর। সাপ্লাই চেইন, পারচেজ ম্যানেজার, মার্টেনডাইজার, গণিত বা পরিসংখ্যানবিদ অথবা সিভিল ও ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার হলেও এপ্র্রোগ্রামের সুযোগ নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে।


নিউ ব্রুনসউইক প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম (NBPNP)

আপনি এক্সপ্রেস এন্ট্রি লেবার মার্কেট স্ট্রিম এর মাধ্যমে এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন। সিআইসি এর এক্সপ্রেস এন্ট্রি সিসটেম এর মাধ্যমে মূলত কানাডার এই প্রভিন্সটি তাদের লেবার মার্কেটের চাহিদা পূরণ করে থাকে। আইটি প্রফেশন এর লোকজনের জন্য প্রোগ্রামটি খুবই চমৎকার।

এছাড়া প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পিএনপি, নোভা স্কোটিয়া প্রভিনশিয়াল প্রোগ্রাম, অনটারিও প্রভিনশিয়াল নামিনি প্রোগ্রাম এর আওতায়ও কানাডা অভিবাসন করা যাবে।

এই অভিবাসন প্রত্যাশীদের একটি উল্লেখযোগ্য অংশ এশিয়ার। বাংলাদেশিরাও কিছু সহজ নিয়ম অনুসরণ করে এ সুযোগ নিতে পারেন। আপনি যদি কানাডা মাইগ্রেট করার পরিকল্পনা করেন, তাহলে এক্সিওম এর ইমিগ্রেশন এক্সপার্ট এর মাধ্যমে আপনার স্কোপগুলি মূল্যায়ন করতে যোগাযোগ করুন। এক্সিওম আপনাকে মাইগ্রেশন প্রোগ্রাম নির্বাচন, ডকুমেন্টেশন প্রস্তুতি, প্রসেসিং সময়, সিস্টেম, মাইগ্রেশন প্রোগ্রামের প্রয়োজনীয় বিষয় গুলো সম্পর্কে সহায়তা করবে।


প্রতি বছর কানাডা বিপুল পরিমাণে প্রবাসী নিলেও শুধুমাত্র সঠিক তথ্য না থাকার কারণে এবং সঠিক উপায়ে আবেদন না করার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশী কানাডায় অভিবাসন করতে ব্যর্থ হন। অথচ, সঠিক তত্ত্বাবধানে আবেদন করলে আপনি সহজেই হতে পারেন কানাডার অভিবাসী।

আপনি কি কানাডা ইমিগ্রেশন (স্থায়ী বাসিন্দা) ভিসা আবেদন এর জন্য আগ্রহী?
তাহলে আপনার প্রথমে জানতে হবে যে আপনি কানাডা ইমিগ্রেশন (স্থায়ী বাসিন্দা) ভিসার জন্য বা অস্থায়ীভাবে কানাডায় প্রবেশের জন্য যোগ্য কিনা? আমরা আপনাকে বিনাখরছে কানাডা অভিবাসন আবেদনের যোগ্যতা মূল্যায়ন করে আবেদনের প্রস্তুতি ও সঠিক পক্রিয়া সম্পর্কে অবহিত করব। কানাডা অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য এবং পরামর্শের জন্য আজই আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি) আমাদের ইমেল করুন: [email protected] এ। আমরা আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, আর্থিক সামর্থ্ ও বিশেষ যোগ্যতাগুলি পর্যালোচনা করব এবং ব্যক্তিগতভাবে আপনি কোন প্রোগ্রাম এর জন্য যোগ্য তার মূল্যায়ন করে কানাডার অভিবাসন সাফল্যের সম্ভাবনা সম্পর্কে আপনাকে পরামর্শ দেব।

আপনি আমাদের সাথে আপনার যোগ্যতা এবং আমরা যেসকল কানাডা ইমিগ্রেশন সার্ভিস বা সেবা দিয়ে থাকি সে সম্পর্কে সরাসরি কথা বলতে পারেন। আপনার প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ইমিগ্রেশন বিশেষজ্ঞদের সাথে টেলিফোনে আলোচনা করুন:

আপনার বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশন প্রয়োজনে ফ্রী পরামর্শ করতে সরাসরি সাক্ষাত করুন:

নিচের এপয়েন্টমেন্ট সেকশন থেকে আপনার পছন্দমতো সময় নির্বাচন করুন।










    এক্সিওম ২০০৩ সাল থেকে ৫০০০ এর ও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এবং তাদের পরিবারগুলিকে উচ্চশিক্ষার স্বপ্ন পুরুনে ও ইমিগ্রেশন এর জন্য সঠিক ও উপযুক্ত প্রতিষ্ঠান ও দেশ খুঁজে পেতে সহায়তা করেছে। এক্সিওম একজন ইমিগ্রেশন আবেদনকারী বা শিক্ষার্থীর ব্যাক্তিগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য অনুযায়ী সেরা পরামর্শ ও সেবা নিশ্চিত করে। এক্সিওম এর সার্ভিস বা সেবা সম্পর্কে বিস্তারিত


    Once we have determined that you qualify for an Immigration Visa or temporary entry to Canada, Australia, New Zealand, Denmark or Malaysia and you have retained our Axiom to assist you in the application process, we will provide you with the following services.

    Determine your immigration category

    Some individuals are eligible for Canadian or Australian immigration under more than one category. If this applies to you, we will explain the professionals of each category under consideration and recommend the category best suited to your personal goals.

    Prepare, perfect and submit your application

    A properly prepared application will always move through the process faster and more efficiently. Often this will result in the avoidance of a personal interview with an Immigration Visa Officer. We take pride in submitting complete and professional applications that include all of the information and documentation needed to satisfy the Immigration Visa Officer of your qualifications for the Immigration Visa you desire.

    Communicate with your Immigration Visa Office

    Our law office will serve as your mailing address for immigration purposes. We will let you know when any communication is received, and we will respond on your behalf to all requests and demands from immigration authorities.

    Prepare you for your personal interview

    In the event that you are required to attend a personal interview with an Immigration Visa Officer, we will obtain the Immigration Visa Office’s written notes concerning your application and will advise you about how to respond to the issues that will be raised during the interview.

    Track your application through to Immigration Visa issuance

    Immigration Visa Offices are required to meet service standards, which can vary during the course of your application process. Our proprietary “track-it” system alerts us if ever the Immigration Visa Office is not meeting its service standards with respect to the processing of your application. We will send an immediate notification so that your application is put back on track. This avoids unnecessary delays in the processing of your application.


    আমাদের গুগল ম্যাপ লোকেশন


    কানাডায় ইমিগ্রেশন এর জন্য আপনার সম্ভাবনাময় প্রোগ্রামটির মুল্যায়ন পেতে নিচের ফরমটি পূরুন করুন।











      captcha



      Are you thinking about studying in Canada? Or sending your child to study in Canada? Learn your Canadian education options available for you as an international student. 


      Living in Canada can be a life changing experience. It is a nation that boasts beautiful countryside that is interspersed by modern cities.

      Open chat
      Hello 👋
      Can we help you?