null

What would it mean to have an American university listed on your resume? Why would potential employers pause and take notice of your education credentials from the United States?

It would mean that you have advanced English language skills and valuable intercultural experience. It would show that you studied within one of the best higher education systems in the world, with access to advanced technology and research. They would know that you received in-depth instruction, learned to problem-solve and have knowledge of modern practices within your field.

Every year, the number of international students in the US rises as more and more students choose the United States as the place they wanted to broaden their experience and continue their education. In fact, the US is now the most popular country for international students.

If your dream is to study abroad, you’re in the right place! When you’ve found the best, why go anywhere else? Axiom makes it easy to find the right schools and study abroad. Visit Axiom and start your U.S. education today!


প্রশ্নোত্তরে আমেরিকায় স্টুডেন্ট ভিসার বিস্তারিত:

প্রশ্ন: আই-২০ কী এবং আমি কিভাবে সেটি পাব?

উত্তর: ফর্ম আই-২০ হলো একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত একটি সরকারি ফর্ম, এফ-১ বা এম-১ ভিসা পেতে হলে একজন সম্ভাব্য অন-অভিবাসী শিক্ষার্থীকে যা পেতে হবে। ফর্ম আই-২০ গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করে এবং এতে সেভিস আই-৯০১ ফি প্রদানের বিষয়ে, ভিসার জন্য আবেদন করার বিষয়ে বা ভিসা স্ট্যাটাস পরিবর্তন করার বিষয়ে ও আমেরিকায় প্রবেশাধিকার পাওয়ার বিষয়ে সব তথ্য দেওয়া থাকে। ফর্ম আই-২০-এর ওপরের ডানদিকে বারকোডের ঠিক নিচে শিক্ষার্থীদের সেভিস শনাক্তকরণ নম্বর থাকে। নয় অঙ্কের এই নম্বরটি ইংরেজি ‘এন’ বর্ণ দ্বারা শুরু হয়।

প্রশ্ন: শিক্ষার্থী ভিসার জন্য কত দ্রুত আবেদন করতে হয়?

উত্তর: আপনাকে আপনার আই-২০ পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনার অন-অভিবাসী শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে যে, আপনার আই-২০ ফর্মে উল্লেখিত ক্লাস শুরুর তারিখের সর্বাধিক ১২০ দিনের আগে শিক্ষার্থী ভিসা দেওয়া হবে না।

প্রশ্ন: আমি আমার ভিসা পেয়ে গেছি; আমার কবে ভ্রমণ করা উচিত?

উত্তর: আই-২০ ফর্মে উল্লেখিত কোর্স শুরুর নির্ধারিত দিনের ৩০ দিন আগেই কেবল আমেরিকায় প্রবেশ করা যায়। এটি কখন আপনার ভিসা প্রদান করা হয়েছে, তার ওপর নির্ভরশীল নয়।

প্রশ্ন: আমি যদি একটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আই-২০ পাই তাহলে কি হবে?

উত্তর: যদি আপনি আপনার সাক্ষাৎকার নির্ধারণের পর আই-২০ পান, তাহলে আপনি আপনার সাক্ষাৎকারের সময় নতুন আই-২০-এর বিষয়ে কনস্যুলার অফিসারকে অবশ্যই অবগত করবেন।

প্রশ্ন: একজন এফ-১ শিক্ষার্থী কি আমেরিকায় কাজ করতে পারে?

উত্তর: এফ ভিসার পূর্ণকালীন শিক্ষার্থীরা অন-ক্যাম্পাস চাকরি করতে পারে। তবে তা সপ্তাহে ২০ ঘণ্টার বেশি হওয়া যাবে না। শিক্ষার্থী স্ট্যাটাসে এক বছর অতিক্রান্ত হওয়ার পর একজন আবেদনকারী ইউএসসিআইএস-এর অনুমোদনক্রমে অফ-ক্যাম্পাস চাকরির আবেদন করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মনোনীত ছাত্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন।

প্রশ্ন: সেভিস ব্যবস্থা কাকে বলে? এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?

উত্তর: স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (সেভিস)-এ শিক্ষাপ্রতিষ্ঠান ও এক্সচেঞ্জ প্রোগ্রামের পক্ষ থেকে সব নতুন ও বিদ্যমান বিদেশি শিক্ষার্থী এবং বিনিময় পরিদর্শকদের এনরোলমেন্ট স্ট্যাটাস যাচাই করতে হয়। ভিসা অনুমোদন হওয়ার আগে শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সেভিস মূল্য প্রদান করতে হবে। সেভিস ওয়েবসাইটে আপনি এই সংক্রান্ত আরও তথ্য জানতে পারবেন।

প্রশ্ন: যদি কোনো বিনিময় পরিদর্শক (এক্সচেঞ্জ) ভিসায় আমেরিকায় আসা ব্যক্তি আমেরিকায় থাকাকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান বা ফর্ম আই-২০ পান, তাহলে তিনি কি তাঁর ভিসা স্ট্যাটাসকে শিক্ষার্থী ভিসায় পরিবর্তন করতে পারবেন?

উত্তর: যদি আপনি আমেরিকায় আইনতভাবে অন-অভিবাসী ভিসার সাহায্যে প্রবেশ করেন, যদি আপনার অন-অভিবাসী স্ট্যাটাস বৈধ থাকে, যদি আপনি আপনার স্ট্যাটাসের শর্তগুলো লঙ্ঘন না করেন এবং আপনি এমন কোনো কাজ না করেন, যাতে আপনি অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে আপনি আপনার অন-অভিবাসী ভিসা স্ট্যাটাস পরিবর্তন করার আবেদন করতে পারেন। এ বিষয়ে আরও তথ্যের জন্য ইউএসসিআইএস ওয়েবসাইটটি দেখুন।

প্রশ্ন: আমেরিকায় উচ্চশিক্ষার বিকল্পগুলোর বিষয়ে আমি কোথায় বিস্তারিত জানতে পারব?

উত্তর: বিদেশে শিক্ষাগ্রহণের সিদ্ধান্ত অনেক বড় একটি সিদ্ধান্ত। এ জন্য আবেদনের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ হতে পারে। আমেরিকায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করতে রয়েছে সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসে ‘এডুকেশন ইউএসএ কাউন্সেলিং’ বিভাগ। এই বিভাগটি আপনাকে সঠিক প্রোগ্রাম নির্বাচনে সহায়তা করবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এডুকেশন ইউএসএ ওয়েবসাইট থেকে।

প্রশ্ন: সাক্ষাৎকারের জন্য কিভাবে প্রস্তুতি নেব?

উত্তর: শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারটি মূলত একটি আলোচনা। এর মাধ্যমে কনস্যুলার অফিসার মূলত আপনি একজন প্রকৃত শিক্ষার্থী কিনা এবং এর ব্যয়ভার বহনের সামর্থ্য আপনার রয়েছে কিনা, সে সম্পর্কে নিশ্চিত হতে চান। এ সাক্ষাৎকারের জন্য আপনার কোনো বক্তব্য প্রস্তুত করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কোনো কিছু মুখস্থ করারও। আপনাকে শুধু ভাবতে হবে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্য ও এর ব্যয়ভার বহনের পরিকল্পনা নিয়ে। সবচেয়ে বড় কথা হলো, শান্ত থাকুন, বিচলিত হবেন না। সঠিক ও সত্য তথ্য নিরূপণ করাই কনস্যুলার অফিসারের কাজ, আপনাকে হতাশ করা নয়।

প্রশ্ন: আমাকে সাক্ষাৎকারের সময় কী কী নিয়ে যেতে হবে ?

উত্তর: শিক্ষাব্যয় বহনের সামর্থ্য রয়েছে মর্মে প্রয়োজনীয় প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি নিয়ে আসতে হবে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাস্তরে পাওয়া প্রশংসাপত্র, পরীক্ষার ফলাফল ও ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই সংযুক্ত করতে হবে। মনে রাখতে হবে, কোনো আবেদনকারী ভিসা আবেদনের সঙ্গে জাল বা নকল কাগজপত্র দিলে তা তাদের আজীবনের জন্য আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা হারানোর কারণ হবে। তাদেরকে আমেরিকায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না। শিক্ষাব্যয় বহনের সামর্থ্য না থাকলে এডুকেশন ইউএসএ ওয়েবসাইট থেকে আপনি বৃত্তি বা এ সম্পর্কিত বিভিন্ন উৎসের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

প্রশ্ন: আমি একজন এইচ-১বি হিসেবে কাজ করছিলাম এবং এখন এফ-১ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি। শিক্ষার্থী ভিসার আবেদন করতে আমাকে কি নিজ দেশে ফিরে যেতে হবে ?

উত্তর: না। আপনি একবার আমেরিকায় প্রবেশ করলে আপনাকে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না। কারণ ভিসা শুধু আমেরিকায় প্রবেশাধিকার পাওয়ার জন্য প্রয়োজন হয়। আপনার স্ট্যাটাসের কোনো পরিবর্তন প্রয়োজন কিনা জানার জন্য ইউএসসিআইএস ওয়েবসাইট দেখুন। তবে হ্যাঁ, আপনি যদি দেশ ছেড়ে চলে যান, তাহলে আমেরিকায় ফিরে আসতে আপনাকে একটি শিক্ষার্থী ভিসার আবেদন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধ শুধু ইউএসসিআইএস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত এ-সংক্রান্ত তথ্যের একটি সন্নিবেশ মাত্র।


Study-Matters-usa

We will review your academic, professional, financial circumstances along with your future study & career plan. According to your needs, we will assist you in selecting the suitable course, place of study & all other related issues.

Why-study-in-USA-Axiom

Every year, the number of international students in the US rises as more and more students choose the Unites States as the place they wanted to broaden their experience and continue their education.


education-System-14-usa

The American education system offers a rich field of choices for international students. There is such an array of schools, programs, and locations that the choices may overwhelm students, even those from the U.S.

HOW TO APPLY STUDY IN usa By Axiom

Axiom offers professional guidance to Bangladeshi students who intend to study in the USA. We’ll be with you on each step from the initial general consultations to arriving in the country.


Study-Abroad-Guide-USA-1

USA-Education-Cost

How much does it cost to study in America? If you are interested in studying in the United States, one of the most important things you need to consider is how much everything is going to cost.

Scolarship-USa

It is essential to plan your entire U.S. education, including how to finance it, before you leave your home country. Some colleges, universities, and U.S.


Accomodation-USA

Once you are enrolled in a U.S. school, the Admissions Department or International Student Office will most likely send you a “pre-departure orientation” packet.

WORKING-SCOPE-DURING-STUDY-AFTER-STUDY-USA

If you are an international student studying in the US, you have the opportunity to work part-time but remember that you are restricted by the terms of your visa. It is a MUST that you know all the requirements and restrictions concerning your visa!


Bringing-your-SPOUSE-DEPENDENT-in-countryt-15

BRINGING SPOUSE

LIVING-in-USA

The United States is one of the most powerful countries in the world in terms of politics, economics and trade.


Yes, a student can take IELTS instead of TOEFL. As 2500 universities have started accepting IELTS. these universities being the top ones.

Generally, the students need to apply for the USA one year in advance. This specifically would be an advantage to those students looking out for scholarships. Most commonly available start dates are in the Fall Session (August / September) and the Spring session (January / February).

Students are allowed to work 20 hours a week on- campus during the term and full-time during the vacation period.

Yes definitely, but getting financial assistance in the first semester is extremely competitive and you need to have an extremely good academic and test score to be qualified. There are the number of good cases where we have helped students secure full financial assistance. If you have an outstanding academic background and test scores, Axiom Education Advisors will try their best to get you financial aid.

Once you are in the US, you are governed by the USCIS rule. According to this rule, you cannot change the school before completing one semester at the school. It is advisable that you make your choice carefully to avoid problems at a later date.

Most American Universities require 16 years of education for admission into an MBA or any other Graduate program. It is therefore advisable to complete M.Com / M.A/ M.Sc. or at least one year of any Masters Degree before taking admission in an American University. Some top ranked Universities can take you with 15 yrs. of education with 2-3 years of relevant work experience. Axiom, however, has a list of those institutions that would enroll students after 15 years of education directly.

The acceptance ratio of top ten Universities is only 1% – 4%. Therefore, in order to improve your chances of admission, you should also apply to other Universities that offer good programs. Also, the entry requirements are extremely stringent for such institutions. One must always remember that Ranking can be world wide, region based and even subject based. If one is looking for a ranked university, the search should be subject based.

A transfer option is to complete at least 2 years of the Bachelors / Diploma program in any country and then apply for a transfer to the University that a student wants to attend in the USA. The years waived off in your transfer status will depend on the courses covered in Bangladesh and the grades for the same. It is rare that one can get the exact transfer of credits.

Research your options and define your priorities. Contact the Axiom Education Advisors and browse college search engines online.

Undergraduate programs follow high school and lead to an associate (two-year) degree or a bachelor (four-year) degree. Graduate programs follow a bachelor’s degree and lead to a master’s or doctoral degree.

Q: What are the different types of undergraduate degrees?

A: Associate: a two-year program that either leads to a specific vocation or transitions to a bachelor program. Bachelor: a four or five-year program where students earn credits in a wide variety of courses.

Q: What are the different types of graduate degrees?

A: Masters: two-year degree providing additional specialization. Doctorate: five to eight-year program certifying the student as a trained research scholar and/or professor.

 Yes, although you may lose some credits and require extra time to complete your degree.

Q: What is the transfer application process?

A: You must fulfill the requirements of a freshman applicant, as well as any supplemental information required by the transfer institution.

Community colleges are typically state-supported and provide the first two years of a four-year undergraduate degree.

Q: Why should I attend community college?

A: Community colleges offer lower costs, easier admission policies, close ties to state schools, and many of the required courses connected to a degree.

State universities are funded by the state and are generally larger and less expensive than private universities.

A credit is a value assigned to each course which reflects the number of hours the class will meet with the professor each week.

Q: What is a GPA?

A: Grade Point Average (GPA) is a numeric indicator of a student’s academic performance, calculated on a scale of 4.0.

Q: What is the U.S. grading system?

A: Letter grades indicate a student’s academic performance. Each letter grade has a numeric value which is used to calculate a GPA, on a scale of 4.0.

Q: How are grades determined in U.S. universities?

A: Grades are typically determined by quizzes, midterms, final exams, papers, projects, class attendance, and class participation.


cultivated-partnership
WEB-WHATS-POPULAR-14

Open chat
Hello 👋
Can we help you?