Schooling Visa Canada

স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কানাডায় স্কুলে ভর্তি এবং ফ্যামিলি ভিসা।

কানাডার আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং পৃথিবীর সেরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক খরচ কম হওয়ায়। বিশ্বব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে কানাডার অবস্থান। আপনার সন্তানের বয়স যদি ৬ – ১৭ বছরের মধ্যে হয়, তাহলে তাকে KG 1 থেকে Grade 12 ভর্তি করে কানাডার মত উন্নত দেশে সুশিক্ষার পাশাপাশি স্থায়ী ভাবে বসবাসের এটি একটি সুবর্ণ সুযোগ! অনেকের কাছে কানাডা স্কুলিং ভিসা নতুন হলেও আসলে স্কুলিং ভিসা নতুন কিছু নয়, ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যখন কোনও শিক্ষার্থী বোর্ডিং স্কুল এ পড়তে যায় তখন তাকে যেমন স্কুলিং ভিসার মাধ্যমে যেতে হয়, এটিও তেমনি । কানাডার স্কুলিং ভিসার সম্পূর্ণ প্রক্রিয়াটি IRCC (কা নাডা আন্তর্জাতিক অভিবাসন) প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে।

বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রতি বছর যে পরিমান খরচ হয়, প্রায় একই খরচে কানাডার স্কুলে মানসম্পন্ন পড়াশুনা সম্ভব!
তাছাড়া ভর্তির জন্য IELTS বা কোন ইন্টারভিউর প্রয়োজন নেই।
প্রতিটি শিক্ষার্থীর সাথে অভিবাবক হিসাবে বাবা ও মা উভয়ই সাথে যেতে পারবেন।
বাবা ও মা এর মধ্যে একজন ফুল টাইম কাজের পারমিশনসহ শিক্ষার্থীর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত থাকতে পারবেন।
কানাডায় স্কুলিং ভিসায় পড়তে যাওয়া একজন শিক্ষার্থী গ্রেড 12 শেষ করার পর, সহজেই স্কলারশিপসহ টপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে।
পরবর্তীতে কানাডায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের সুযোগতো থাকছেই।

📣 স্কুল ভর্তির জন্য প্রয়োজন-
■ পাসপোর্ট কপি
■ ফটো।
■ স্কুল ফাইনাল রেজাল্ট কার্ড।
■ স্কুল শিক্ষকের প্রশংসাপত্র।

আপনার সন্তানের কানাডায় ভর্তি ও ভিসা বা ইমিগ্রেশন এর জন্য কেন এক্সিওম বেচে নিবেন?

এক্সিওম – বিদেশে উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন পরামর্শ প্রদানকারী স্বয়ংসম্পূর্ণ ওয়ান স্টপ সমাধান । এক্সিওম বিদেশে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যক্তিগত পছন্দ, আর্থিক ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে সাশ্রয়ী ও সমাধান-ভিত্তিক শ্রেষ্ঠ সেবা প্রদান নিশ্চিত করে।

এক্সিওম ইউ এস, কানাডা, ইউ কে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, জার্মানী, ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের প্রায় ৩৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ এ উচ্চ শিক্ষার
জন্য ব্যক্তিগত পরামর্শদান, ভর্তি, স্কলারশিপ, ভিসা, যাতায়ত, আবাসন ও পার্ট টাইম জব সহ সকল সেবা প্রদান করে।

🕯️ এক্সিওম এর সেবা /সার্ভিস অন্তর্ভুক্ত:
———————————————
✅ কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন।
✅ ভর্তি আবেদনপত্র জমাদান ও ভর্তি নিশ্চিত করা।
✅ স্কলারশিপ পেতে সাহায্য করা।
✅ ভিসা আবেদন প্রস্তুতির সব প্রয়োজনীয় পদক্ষেপ ও ডকুমেন্টেশন প্রস্তুতি ।
✅ টিউশন ফি পেমেন্ট ।
✅ যাতায়ত ও আবাসন এর সাশ্রয়ী ও ঝামেলা মুক্ত ব্যাবস্থা করা।

এক্সিওম এর আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাদান নিশ্চিত করার লক্ষে প্রতিটি শিক্ষার্থীকে প্রাথমিক কাউন্সেলিং থেকে শুরু করে কাঙ্খিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পৌছা পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটির জন্য বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ একজন পরামর্শদাতা নিযুক্ত থাকে।

গত ১৫ বছরে, এক্সিওম ৫০০০ এর ও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে এবং তাদের পরিবারগুলিকে উচ্চশিক্ষার স্বপ্ন পুরুনের জন্য সঠিক ও উপযুক্ত প্রতিষ্ঠান ও দেশ খুঁজে পেতে সহায়তা করেছে।

আপনার বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশন প্রয়োজনে ফ্রী পরামর্শ করতে সরাসরি সাক্ষাত করুন এক্সিওম অফিস বা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন: 01646102130 অথবা যেকোন প্রশ্ন বা জিজ্ঞাসা পাঠাতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
https://goo.gl/cGpxPB

🕹️ আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা
——————————————-
এক্সিওম এডুকেশন গ্রুপ
আনাম র‌্যাংগস প্লাজা, চতুর্থ তলা,
সাতমসজিদ রোড # ৬ / এ,
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।

📱 হেল্প লাইন : 01646102130
⏱️ (সকাল 10 টা থেকে সন্ধ্যা 7 টা , শনি – বৃহস্পতিবার)
📧 ইমেইল : [email protected]

Open chat
Hello 👋
Can we help you?