ফ্রান্স পশ্চিম ইউরোপের দেশ । বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতিতে সমৃদ্ধ এদেশের খ্যাতি বিশ্ব জুড়ে । উন্নত জীবন যাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মান সম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে এদেশে উচ্চশিক্ষা লাভ করতে ।
কোর্স প্রোগ্রাম
১. ডিপ্লোমাপ্রোগ্রাম,
২. এসোসিয়েটডিগ্রি,
৩. ব্যাচেলরডিগ্রি,
৪. র্গ্যাজুয়েটডিপ্লোমাডিগ্রি,
৫. মাস্টারডিগ্রি এবং
৬. ডক্টরডিগ্রি।
ভর্তির সেশন
ফ্রান্সে বছরে তিন সেমিস্টারে পড়ালেখা করানো হয় ।
১. সেমিস্টার এক – সেপ্টেম্বর/অক্টোবর,
২. সেমিস্টার দুই জানুয়ারি/ফেব্রুয়ারি এবং
৩. সেমিস্টার তিন – মে/জুন ।
পড়ার বিষয়
ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, সোশাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স, সোসিওলজি, ল, ইকোনোমিক্স, চাইল্ড এন্ড ফেমিলিস্টাডিস, পাবলিক এডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাড মিনেসট্রেশন, ম্যানেজমেন্ট, একাউনটেন্সি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জিওফিজিক্স, এপ্লাইডফিজিক্স, এস্ট্রোনমি, কেমিস্ট্রি, এপ্লাইডকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, ই-বিজনেস, কনভেনশন ইন্ডাস্ট্রি, ফুড এন্ড নিউট্রিশন, হিউ ম্যানইকোলজি, ফুড সার্ভিস মেনেজমেন্ট, ট্যুরিজম মেনেজমেন্ট, হোটেলমেনেজমেন্ট, কলিনারিসায়েন্স এন্ড আর্টস, জিওগ্রাফি, ইনফরমেশন ডিসপ্লে, মেডিকাল সায়েন্স, ফার্মাসিউটি কালসায়েন্স, ইলেকট্রনিক মেটেরিয়াল্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ক্লোথিং এন্ড টেক্সটাইল, সিরামিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক চার, ওরিয়েন্টাল ফার্মাসিউটিকাল সায়েন্স, ওরিয়েন্টাল মেডিসিন, ডেন্ট্রিস্টি, স্কুল অব নার্সিং সায়েন্স, হাউজিং এন্ড ইন্টেরিয়র ডিজাইন, ডিজাইন ক্রাফট, থিয়েটার এন্ড ফ্লিম, ক্রিয়েটিভ রাইটিং, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, কম্পোজিশন, ভয়েজ, ফাইনআর্টস, কোরিয়ান পেইন্টিং, ড্রয়িং এন্ড পেইন্টিং, স্কাল্পচার, ডেন্স, মডার্ণডেন্সিং, বেলেট প্রভৃতি বিষয় সমূহ পড়া যায় ।
পড়ালেখার মাধ্যম
ফ্রান্সে পড়ালেখার প্রধান ভাষা হলো ফ্রেঞ্চ ভাষা । তবে ইংরেজিতেও পড়ালেখা করা যায় । এজন্য শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে । এক্ষেত্রে আইই এলটি এস বা টোফেল করা থাকলেও চলবে । আন্ডার গ্রাজুয়েটের জন্য ৫.০- ৫.৫ আইই এলটিএস এবং ৫৫০ টোফেল স্কোর এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য সাধারনত ৬.০ আইই এলটি এস এবং ৬০০ টোফেলস্কোর দরকার হয় ।
পড়াশোনার খরচ
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফ্রান্সে টিউশন ফি অনেক কম । সাধারণতঃ টিউশন ফি নির্ভর করে কোর্স এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর । শিক্ষা প্রতিষ্ঠান ভেদে টিউশন ফি বছরে ৮০০-২৫০০ ইউরো পর্যন্ত হতে পারে ।
থাকা-খাওয়ার খরচ
বিদেশী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে হোষ্টেল রয়েছে । তবে কেউ ইচছা করলে ভাড়া বাড়িতে বা পেয়িং গেষ্টহিসাবে ও থাকতে পারবে । থাকা খাওয়া ও অন্যান্য ব্যায়সহ একজন শিক্ষার্থীর মাসে ৪০০-৬০০ ইউরোর বেশী লাগেনা । মেডিকেল ইন্স্যুরেন্স কভারের জন্য মাসে ৪২ ইউরো দিতে হয় ।
কাজের সুযোগ
ফুলটাইম কোর্সের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবে । তবে ছুটি ও অব সরকালীন সময় ফুলটাইম কাজ করা যায়। মাসে প্রায় ৮০০-১০০০ ইউরো আয় করা যায় ।
ভর্তির জন্য আবেদন
ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে কমপক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে । ভর্তির জন্য শিক্ষার্থীকে সেশন শুরুর কম পক্ষে ১০-১২ সপ্তাহ পূর্বে আবেদন করতে হয় । এদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো সাধারণত সেপ্টেম্বরের দিকে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে । এক্ষেত্রে শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যেওই বিশ্ববিদ্যালয়ে সরাসরি অথবা ওয়েব সাইটের মাধ্যমে যোগাযোগ ও ভর্তির আবেদন করতে হবে । আবেদন করার ১০-১৫ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার চলে আসে । আবেদন কারী যোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই শিক্ষার্থীকে জানিয়ে দেয় ।
ভিসার জন্য আবেদন
অফার লেটার আসার পর প্রয়োজনীয় কাগজ পত্র যেমন – শিক্ষাগত যোগ্য তার সকল মার্কশীট এবং সার্টিফিকেট, স্পন্সরেরবৃত্তান্ত (ব্যাংক স্টেটমেন্ট এবং আয়ের উৎস), পাসপোর্ট, ছবি, বার্থ সার্টিফিকেট, আইই এলটি এস বা ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি কাগজপত্র সহ ভিসার জন্য আবেদন করতে হয় । ভিসার জন্য আবেদনকারীকে সব কাগজপত্র সহ দেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসে যোগাযোগ করতে হয় । তবে এক্ষেত্রে সাধারণত স্টাডিভিসার জন্য ফ্রেঞ্চ জানা এবং ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে পারলে সহজেই ভিসা পাওয়া যায় । ভিসা ফি ৯৯ ইউরো ।
স্পন্সর
ভিসার জন্য শিক্ষার্থীর প্রথম রক্তের সম্পর্কের অভিভাবক স্পন্সর হলে ভিসা পাওয়া অনেকটা সহজ হয় । তবে শিক্ষার্থীর অন্য যেকোন অভিভাবক স্পন্সর করতে পারবে ।
ফ্রান্সের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট
1. University of Haut Alsace – www.uha.fr
2. University Strasbourg Louis Pasteur – www.ulp.u-strasbg.fr
3. University Robert Schuman – www.urs.u-strasbg.fr
4. University of Toulon – www.univ-tln.fr
5. University of Auvergne – www.u-clermont1.fr
6. University of Toulouse – www.univ-tlse1.fr
7. University of Franche Comte – www.univ-fcomte.fr
কেন বিদেশে উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন প্রয়োজন এ এক্সিওম বেচে নিবেন?
এক্সিওম ২০০৩ সাল থেকে ৫০০০ এর ও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে এবং তাদের পরিবারগুলিকে উচ্চশিক্ষার স্বপ্ন পুরুনের জন্য সঠিক ও উপযুক্ত প্রতিষ্ঠান ও দেশ খুঁজে পেতে সহায়তা করেছে । এক্সিওম ইউ এস, কানাডা, ইউ কে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, জার্মানী, ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের প্রায় ৩৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ এর বাংলাদেশ প্রতিনিধি হিসাবে ভর্তি ও ভিসা সহযোগিতা ও ফ্রী পরামর্শ দিয়ে থাকে । এক্সিওম একজন শিক্ষার্থীর ব্যাক্তিগত যোগ্যতা,আর্থিক সামর্থ্য অনুযায়ী সেরা পরামর্শ ও সেবা নিশ্চিত করে।
এক্সিওম এর সেবা অন্তর্ভুক্ত:
কোর্স এবং বিশ্ববিদ্যালয নির্বাচন ।
ভর্তি আবেদনপত্র জমাদান ও ভর্তি নিশ্চিত করণ ।
স্কলারশিপ পেতে সাহায্য করা ।
ভিসা প্রক্রিয়ায় পরামর্শদান ।
টিউশন ফি পেমেন্ট এ সহায়তা ।
যাতায়ত ও আবাসন এর সাশ্রয়ী ও ঝামেলা মুক্ত ব্যাবস্থা করা ।
এক্সিওম আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাদান নিশ্চিত করার লক্ষে প্রতিটি শিক্ষার্থীকে প্রাথমিক কাউন্সেলিং থেকে শুরু করে কাঙ্খিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পৌছা পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটির জন্য বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ একজন পরামর্শদাতা নিযুক্ত থাকে। আপনার বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশন প্রয়োজনে ফ্রী পরামর্শ করতে সরাসরি সাক্ষাত করুন এক্সিওম অফিস বা এপয়েন্টমেন্ট এর জন্য-কল করুন: ০১৬৪৬১০২১৩০-১
(সকাল ১০টা থেকে ৭ টা পর্যন্ত, শনি – বৃহস্পতিবার)