শুধুমাত্র ১৬০ ঘন্টার জাপানিজ ভাষায় (JLPT N5) কোর্স শেষ করে আপনিও গ্রহন করতে পারেন জাপান এ উচ্চশিক্ষা-পার্টটাইম কাজ ও পড়াশুনা শেষে নিশ্চিত চাকরি এবং তিন বছর বসবাসের পর নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ।
এইচ.এস.সি/ডিপ্লোমা বা সমমান, নূন্যতম GPA-২.৫
অনার্স, মাস্টার্স পাশ বা অধ্যায়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে ।
আবেদনকারীর বসয় সীমা: ১৭-২৯ বছর, স্টাডিগ্যাপ সর্বোচ্চ ৫ বছর গ্রহণযোগ্য ।
জাপানিজ ভাষায় দক্ষতার জন্য NAT টেস্ট/ JLPT N-৫ অথবা ১৬০ ঘন্টার জাপানিজ ল্যাংগুয়েজ কোর্স করতে হবে ।
জাপানিজ ইউনিভার্সিটি/কলেজ/ল্যাংগুয়েজ ইনস্টিটিউটগুলোতে স্কাইপি ইন্টারভিউ বা অনলাইনে বা স্পট ইন্টারভিউ হবে ।
ইন্টারভিউতে পাশ করলে প্রয়োজনীয় কাগজপত্র জাপানের ইমিগ্রেশনে জমা দিতে হবে ।
ইমিগ্রেশন Ministry of Justice in Japan থেকে ৯০ দিনের মধ্যে Pre-Visa (COE) বা রেসিডেন্ট পারমিট ইস্যু করবে ।
বাংলাদেশে অবস্থিত জাপান আম্বাসি তে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিয়ে ভিসা গ্রহন করতে হবে ।
জাপানের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়, কলা, ডিপ্লামা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ডিপ্লামা, স্নাতক, স্নাতকোত্তর ও পিইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে ।
১। জাপানের উচ্চশিক্ষা আন্তর্জাতিকমানের (World Class Education)
২। ভর্তি এবং ভিসা আবেদন প্রক্রিয়া তুলনামুলক অনেক সহজ, জাপানিজ ভাষা কোর্স এ আবেদন করার জন্য IELTS এর প্রয়োজন নেই ।
৩। জাপানের অর্থনীতি পৃথিবীর মধ্যে ৩য় বৃহত্তম ।
৪। বছরে টিউশন ফি খরচ প্রায় ৫-৬ লক্ষ টাকা ।
৫। পার্ট টাইম জব পাওয়া খুব সহজ, প্রতি ঘন্টা প্রায় ৯০০ Yen থেকে ১,২০০ Yen (৭০০ – ৯৫০ টাকা ) আয় করা যায় । সপ্তাহে ২৮ ঘন্টা বা মাসে ১২০ ঘন্টা কাজ করার সুবিধা। তাই জাপানে যাওয়ার পর দেশ থেকে আর টাকা নিতে হয় না। Holiday এর সময় Full time কাজ করার সুবিধা ।
৬। পড়াশোনা শেষে স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে ফুলটাইম জব ভিসায় যত দিন ইচ্ছা থাকার সুযোগ। ৩ বছর থাকার পর স্থায়ীভাবে বসবাসের জন্য নাগরিকত্বের আবেদন করার সুযোগ ।
এক্সিওম ২০০৩ সাল থেকে ৫০০০ এর ও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে এবং তাদের পরিবারগুলিকে উচ্চশিক্ষার স্বপ্ন পুরুনের জন্য সঠিক ও উপযুক্ত প্রতিষ্ঠান ও দেশ খুঁজে পেতে সহায়তা করেছে।
এক্সিওম ইউ এস, কানাডা, ইউ কে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, জার্মানী, ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের প্রায় ৩৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ এর বাংলাদেশ প্রতিনিধি হিসাবে ভর্তি ও ভিসা সহযোগিতা ও ফ্রী পরামর্শ দিয়ে থাকে। এক্সিওম একজন শিক্ষার্থীর ব্যাক্তিগত যোগ্যতা,আর্থিক সামর্থ্য অনুযায়ী সেরা পরামর্শ ও সেবা নিশ্চিত করে।
কোর্স এবং বিশ্ববিদ্যালয নির্বাচন ।
ভর্তি আবেদনপত্র জমাদান ও ভর্তি নিশ্চিত করণ ।
স্কলারশিপ পেতে সাহায্য করা ।
ভিসা প্রক্রিয়ায় পরামর্শদান ।
টিউশন ফি পেমেন্ট এ সহায়তা ।
যাতায়ত ও আবাসন এর সাশ্রয়ী ও ঝামেলা মুক্ত ব্যাবস্থা করা ।
আপনার বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশন প্রয়োজনে ফ্রী পরামর্শ করতে সরাসরি সাক্ষাত করুন এক্সিওম অফিস বা এপয়েন্টমেন্ট এর জন্য-
কল করুন: ০১৬৪৬১০২১৩০-১
(সকাল ১০টা থেকে ৭ টা পর্যন্ত, শনি – বৃহস্পতিবার)
📍 এক্সিওম এডুকেশন গ্রুপ ৷
আনাম র্যাংগস প্লাজা , ৫ম তলা, রোড নং-৬/এ, ধানমন্ডি, ঢাকা-1209 ।
বাংলাদেশ ।